Wednesday 22 September 2021

চীনা কোম্পানি 'এভারগ্রান্ডে' এর প্রভাবে বিশ্ব অর্থনীতিতে সংকটের প্রভাব আসতে পারে

চিনের দ্বিতীয় বৃহত্তম নির্মাণ সংস্থা এভারগ্রান্ডে। চিনের জিডিপি প্রায় ২% এই নির্মাণ সংস্থার উপর নির্ভর করে। শুধু নির্মাণের ব্যবসাই নয়, স্বাস্থ্য, গাড়ি, সংবাদ মাধ্যম, আর্থিক সংস্থা, ইঞ্জিনিয়ারিং ইত্যাদি বহু ব্যবসাই পাশাপাশি রয়েছে। ১৯৯৬ সালে নির্মিত এই সংস্থা পানীয় জলের বোতল বিক্রি ও শুকর ফার্মিং ব্যবসা দিয়ে শুরু করেছিল। বর্তমানে চিনের অন্যতম বড়ো ফুটবল ক্লাব এর Guangzhou Evergrande FC এর মালিক। কোম্পানির বর্তমানে কর্মচারীর সংখ্যা প্রায় ২ লক্ষ্য এবং অস্থায়ী কর্মচারীর সংখ্যা প্রায় ৩৮ লক্ষেরও বেশি । বর্তমানে প্রায় ২৮০টির বেশি শহরে প্রায় ১৩০০টি নির্মাণ প্রকল্প চলছে। 

বিভিন্ন নিমার্ণ কাজ চালানোর জন্য শুধু চিন থেকে নয় বিশ্বের বাজার থেকেও এই সংস্থা ঋণ গ্রহণ করেছে। এই মুহূর্তে বিশ্বের বাজারে এই সংস্থার ঋণ এর পরিমাণ ৩০ হাজার কোটি ডলার। নির্মাণ ব্যবসা বন্ধ হলে বাকি ব্যবসগুলিতেও এর প্রভাব পরবে। এ ছাড়াও বহু কর্মচারীদের বেতন বাকি, বহু ঋণ বাকি যে সব কোম্পানি এই সংস্থাকে জিনিসপত্র সাপ্লাই করে তাদের কাছে, বহু বিল্ডিং তৈরির কাজ বাকি এবং প্রায় এক মিলিয়ন মানুষ এই সংস্থা কে টাকা কিছু করে টাকা দিয়েছে তাদের স্বপ্নের ফ্ল্যাট তৈরির জন্য। এদিকে সুদসহ ঋণ মেটানো নাও সম্ভব হতে পারে বলে জানিয়ে দিয়েছে এই সংস্থা। এর ফলে এমন একটি সংস্থা ডুবলে পরে বিশ্বের বাজারে তার প্রভাব পরবে এটা বলা বাহুল্য। আমেরিকা, জাপান, ভারতবর্ষের সহ বিশ্বের শেয়ার বাজার এর প্রভাবে বেশ ধাক্কা খেয়েছে। বেশ কিছু অর্থনৈতিক বিশেষজ্ঞরা ২০০৮ সালে আমেরিকার লেহম্যান কোম্পানির ডুবে যাওয়ার সাথে চিনের এই এভারগ্রান্ডের আর্থিক সংকটের তুলনা করছেন। তবে চিনের ঋন-গ্রস্ত সম্পত্তি বিকাশকারী চেয়ারম্যান একটি চিঠিতে সংস্থার কর্মচারীদের জানিয়েছেন যে এভারগ্রান্ড সংস্থা আত্মবিশ্বাস যে  "তারা সবচেয়ে অন্ধকার মুহূর্ত থেকে বেরিয়ে আসবে।"

No comments:

Post a Comment

চীনা কোম্পানি 'এভারগ্রান্ডে' এর প্রভাবে বিশ্ব অর্থনীতিতে সংকটের প্রভাব আসতে পারে

চিনের দ্বিতীয় বৃহত্তম নির্মাণ সংস্থা এভারগ্রান্ডে। চিনের জিডিপি প্রায় ২% এই নির্মাণ সংস্থার উপর নির্ভর করে। শুধু নির্মাণের ব্যবস...